স্টাফ রিপোর্টার: শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্টিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে নিউ ডিগ্রী কলেজ চাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার(২৮ জানুয়ারী) অনুষ্টিত ফাইনাল খেলায় নিউ ডিগ্রী কলেজ ৩-০ গোলে শিক্ষা বোর্ড সরকারী মডেল স্কুল এন্ড কলেজকে হারায়। বিজয়ী দলের পক্ষে রোকন ২টি ও জারিফ ১টি করে গোল করে। নিউ ডিগ্রী কলেজের জারিফ ম্যাচ সেরা ও শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজের মাহফুজ টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মহিনুল হাসান। এ সময় নিউ ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল, শিক্ষা বোর্ড সরকারী মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন, শারীরিক শিক্ষা কলেজের উপাধ্যক্ষ লুবনা ইয়াসমিন, ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদার,জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার ও অন্যান্য অতিথিগন উপস্থিত ছিলেন। ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক কেএম মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী সেলিম
আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট: নিউ ডিগ্রী কলেজ চ্যাম্পিয়ন
