নগরীতে ১৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৬ টার দিকে নগরীর ডাবতলা মোড় এলকায় এই দোয়া মাহফিলের অয়োজন করেন ১৪ নং ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা মিজানুর রহমান মিনু, শাহ-মখদুম থানা বিএনপি রাজশাহী মহানগর সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আব্দুল মাসুদ, শাহ মখদুম থানা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মতিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সুলতান আলী, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, ১৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম কালু, সাবেক কাউন্সিলর টুটুল আলী, ১৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠিক সম্পাদক সাইদুল ইসলাম, ১৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি উজ্জ্বল আলী, প্রমুখ।

আরও পড়ুনঃ   বাঘায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু-২ ও আহত-১

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, খালেদা জিয়া প্রচন্ড পরিমাণে অসুস্থ থাকার পরও স্বৈরাচার শেখ হাসিনার জন্য উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যায়তে পারে নাই। এখন তিনি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন। দোয়া করি তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে নাশকতার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াজুল গ্রেপ্তার

তিনি আরো বলেন, আরাফাত রহমান কোকো খেলাধুলা অনেক পছন্দ করতেন, বাংলাদেশে খেলাধুলার উন্নয়নে ভুমিকা রেখেছেন। আরাফাত রহমান কোকোর স্মরণে রাজশাহীতে ক্রিড়া প্রতিযোগিতায় অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর যুবদল নেতা মোফাজ্জল হোসেন শুভ ও শরিফুল ইসলাম পরাগ।

দোয়া মাহফিল পরিচালনা করেন তেরখাদিয়া উত্তরপাড়া মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান ও তেরখাদিয়া পশ্চিমপাড়া মসজিদের পেশ ইমাম মাওলানা ইমরান।