নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় গ্রাফিতি টিম ‘টিম জেড’ এর আয়োজনে গ্রাফিতি চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন ও ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর ২০২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনা সমূহ তুলে ধরা হয় এবং গ্রাফিতি চিত্র প্রদর্শন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে টিম জেড নওগাঁর পক্ষ থেকে কবিতা আবৃত্তি করেন ফারহানা শিরিন মিষ্টি এবং স্থানীয় শিল্পিরা গান ও নৃত্য পরিবেশন করেন।
টিম জেড নওগাঁর লিডার আব্দুল্লাহ মোহাম্মদ নাফির সভাপতিত্বে অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধি আরমান হোসেন, তানজিম বিন বারি, ফজলে রাব্বি, ফরিদ আলম ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, টিম জেড এর অন্যান্য সদস্য ও সুধীজনেরা অংশ নেন।