নওগাঁয় গ্রাফিতি ‘টিম জেড’ এর চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় গ্রাফিতি টিম ‘টিম জেড’ এর আয়োজনে গ্রাফিতি চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন ও ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর ২০২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনা সমূহ তুলে ধরা হয় এবং গ্রাফিতি চিত্র প্রদর্শন করা হয়।

আরও পড়ুনঃ   এবার ঈদে পূর্বাঞ্চলে ৮ জোড়া স্পেশাল ট্রেন, নেই পশ্চিমাঞ্চলে

সাংস্কৃতিক অনুষ্ঠানে টিম জেড নওগাঁর পক্ষ থেকে কবিতা আবৃত্তি করেন ফারহানা শিরিন মিষ্টি এবং স্থানীয় শিল্পিরা গান ও নৃত্য পরিবেশন করেন।

টিম জেড নওগাঁর লিডার আব্দুল্লাহ মোহাম্মদ নাফির সভাপতিত্বে অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধি আরমান হোসেন, তানজিম বিন বারি, ফজলে রাব্বি, ফরিদ আলম ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, টিম জেড এর অন্যান্য সদস্য ও সুধীজনেরা অংশ নেন।