ঈশ্বরদী মহিলা শ্রমিক লীগ নেত্রীসহ গ্রেপ্তার ২

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার মহিলা শ্রমিক লীগ নেত্রীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম।

গ্রেপ্তার দুজন হলেন ঈশ্বরদী শহরের মধ্য অরণকোলা আলহাজ্ব ক্যাম্পের আবদুস সালামের স্ত্রী ও উপজেলা মহিলা শ্রমিক লীগের আহ্বায়ক মোছা. নাসিমা বেগম (৪৫) এবং উমিরপুরের গোলাম রসুলের ছেলে রাজু আহমেদ (২৫)। এর মধ্যে রাজু আহমেদ ঈশ্বরদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে যুবলীগের সক্রিয় কর্মী।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ৫ কেজি হেরোইনসহ, দুই নারী গ্রেপ্তার

পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তার মহিলা শ্রমিক লীগ নেত্রী নাছিমা বেগম গত বছর ৪ আগস্ট শহরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় এক মামলার এজাহারনামীয় ৫০ নম্বর আসামি। তিনি পলাতক ছিলেন। এলাকায় ঘোরাঘুরির সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ   নাটোর জেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস পালিত

অপর দিকে যুবলীগ কর্মী রাজু আহমেদ এজাহারনামীয় আসামি না হলেও মামলার তদন্তে তাঁর নাম এসেছে। আটকের পর বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর বিকেলে দুজনকেই পাবনা আদালতে পাঠানো হয়।