আজ বিসিবির বোর্ড সভা, যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে

অনলাইন ডেস্ক : গেল বছরের ২১ ডিসেম্বরে সবশেষ অনুষ্ঠিত হয়েছিল বিসিবির বোর্ড মিটিং। পরে চলতি বছরেও একটি জরুরি বৈঠক করে ক্রিকেট বোর্ড, তবে সেটি অনলাইনে। আজ ২৫ ডিসেম্বর (শনিবার) মিরপুর শের-ই বাংলায় অনুষ্ঠিত হবে এ বছরের প্রথম বোর্ড মিটিং। শুরু হবে বেলা তিনটায়।

আজকের বোর্ড মিটিংয়ের আলোচনায় থাকবে বেশ কয়েকটি বিষয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ঢাকার ক্লাব ক্রিকেট। সম্প্রতি এটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। গতকাল বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছেন প্রথম বিভাগ ক্রিকেট লিগের ক্রিকেটাররা।

আরও পড়ুনঃ   ভারত-অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিনেই ভাঙল ৭২ বছর আগের রেকর্ড

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের ২০ দলের মধ্যে ১৫ দলের অধিনায়ক এবং ক্রিকেটাররা এ আলোচনায় অংশ নেন। যেখানে প্রথম বিভাগ ক্রিকেট লিগ মাঠে না গড়ানো ইস্যুতে তাদের উৎকণ্ঠার কথা জানিয়েছে বিসিবি সভাপতির কাছে।

আরও পড়ুনঃ   মুশফিক-মাহমুদউল্লাহর সাথে থাকছেন মালান-মিলারও

এ ছাড়া বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া নিয়েও আলোচনা হবে এই সভায়। কথা হতে পারে বিসিবির স্ট্যান্ডিং কমিটি নিয়েও। এছাড়া ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বিষয়টি থাকবে আলোচনায়।