সাংবাদিক কল্যাণ তহবিলের বাৎসরিক ফ্যামিলি ডে পালিত

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, নাচোল ও গোমস্তাপুর ৩টি উপজেলা নিয়ে গঠিত “সাংবাদিক কল্যাণ তহবিল” এর সদস্য, পরিবার ও অতিথিদের নিয়ে দিনব্যাপী আনন্দ বিনোদন বাৎসরিক ফ্যামিলি ডে ২৪ জানুয়ারি ‘২৫ শুক্রবার তানোর উপজেলার নাইস গার্ডেন পার্কে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   ছাত্র আন্দোলনে অংশ নেওয়া আসিফের খোঁজ মেলেনি এক মাসেও

এলক্ষ্যে সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি আসাদুল্লাহ আহমেদের সভাপতিত্বে ও নেতৃত্বে ৩ উপজেলার সকল সাংবাদিক ও তাদের সহধর্মিণী, দাতা সদস্য ও আজীবন দাতা সদস্যগণ উপস্থিত ছিলেন।

সাংবাদিক কল্যাণ তহবিলের সদস্য সাংবাদিক সারোয়ার জাহান সুমনের সঞ্চালনায় দিনব্যাপী বিভিন্ন দেশাত্বকবোধক গান, কৌতুক, ম্যাজিক, ছোট নাটিকা, গান-গজল, কুইজ প্রতিযোগিতা, গম্ভিরাসহ নানা আয়োজনে দিনটি আনন্দ-বিনোদনের মধ্যদিয়ে পালিত হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে তামাক বিরোধী সেমিনার অনুষ্ঠিত