বিয়ের তিন মাসের মাথায় গলায় ফাঁস নিলেন গৃহবধূ

ভাঙ্গা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বিয়ের তিন মাসের মাথায় ফাতেমা বেগম (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ ভাঙ্গার মানিকদহ ইউনিয়নের মানিকদহ আদর্শ গুচ্ছগ্রামের পারভেজ মাতুব্বরের স্ত্রী এবং সদরপুর উপজেলার শৈলডুবি গ্রামের নুরুদ্দিন খাঁর মেয়ে।

নিহত গৃহবধূর স্বামী পারভেজ মাতুব্বর বলেন, তিন মাস আগে ফাতেমার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই ফতেমার আচরণ কিছুটা অস্বাভাবিক ছিল। আজ সকালে একসঙ্গে খাবার খেয়ে কাজের জন্য বাইরে যান। তিনি ভুলে বাড়িতে মোবাইল ফেলে যান।

আরও পড়ুনঃ   ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

তিনি আরও বলেন, আমি কিছু সময় পরে মোবাইল নেওয়ার জন্য বাড়িতে ফিরে দেখি ঘরের দরজা বন্ধ। তখন দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি আমার স্ত্রী গলায় ওড়ানা পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছে। আমি চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তাদের সহযোগিতায় হাসপাতালে নেওয়ার পথে ফাতেমার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ   নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস তারেক রহমান

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।