পোরশায় অবৈধ দখলে থাকা খাস জমি উদ্ধার

পোরশা(নওগাঁ),প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধ দখলে থাকা সরকারি খাস জমি উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশনায় ও সার্বক্ষণিক পর্যবেক্ষণে এ উপজেলায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা ৬৪ শতাংশ খাস জমি উদ্ধার করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস জানান, এ উপজেলায় অনেক খাস জমি ও পুকুর রয়েছে। এই জমিগুলি উদ্ধারের পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুনঃ   তরুণরা যুগে যুগে প্রমাণ দিয়েছে তারুণ্যের শক্তিই আসল শক্তি : চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক

এরই অংশ হিসাবে নওগাঁ জেলা প্রশাসক, পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান ও সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাদের উপস্থিতিতে গাঙ্গুরিয়া ইউনিয়নের কালিনগর মৌজার ৫২৪ নং দাগে ৩৮ শতাংশ এবং নিতপুর ইউনিয়নের নিতপুর মৌজার ২৬ শতাংশ জমি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে সাংবাদিকদের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

পরে জেলা প্রশাসকের উপস্থিতিতে সরকারের দখলে রাখার স্বার্থে স্থায়ী সাইনবোর্ড ও পরিবেশ বান্ধব গাছ লাগানো হয়েছে। একই সাথে উপজেলার ঘাটনগর ইউনিয়নের ঘাটনগর মৌজার ১৫একর পাহাড়িয়া পুকুরসহ একাধিক খাস পুকুরের সরকারি দখল রক্ষার্থে স্থায়ী সাইনবোর্ড লাগানো হয়েছে বলে তিনি জানান।