সীমান্তে কৃষকদের জন্য বিশেষ বিধান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে বিজিবি-বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাদের মধ্যে কাটাতারের বেড়া নির্মাণসহ সীমান্তের পাঁচটি ইস্যু নিয়ে আলোচনা হয়। তবে চারটি বিষয়ে সমন্বিতভাবে লিখিত সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

সিদ্ধান্তগুলো হল, সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশী এবং ভারতীয় কৃষক ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না, সীমান্ত সংক্রান্ত যে কোন সমস্যা বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে সমাধান করতে হবে, অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান থেকে বিরত থাকতে জনগনকে উদ্বুদ্ধ করা এবং দুই দেশের মিডিয়া কর্তৃক সীমান্ত সম্পর্কিত যেকোন ধরনের অপপ্রচার কিংবা গুজব ছড়ানো বন্ধ করতে হবে।

আরও পড়ুনঃ   বকেয়া পরিশোধ না করায় গ্রিন টিভির সম্প্রচার বন্ধ

বিজিবির ৫৯ ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে আয়োজিত সেক্টর কমান্ডার পর্যায়ের এই বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল গোলাম কিবরিয়া এবং ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিংসহ বিজিবি-বিএসএফের কর্মকর্তারা।

আরও পড়ুনঃ   ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘সীমান্তে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং উভয় দেশের জনগণের মধ্যে আস্থা বজায় রাখতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিজিবি-বিএসএফের এই বৈঠক পারস্পরিক সহযোগিতা এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। সীমান্ত এলাকায় সংঘাত এড়ানো এবং অপরাধ দমনে এই সিদ্ধান্তগুলো কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।’