এফএনবি এর সহযোগিতায় লফস এর শীতবস্ত্র বিবতরণ

স্টাফ রিপোর্টার : অদ্য ২২ জানুযারী ২০২৫ ইং তারিখ এনজিও ফেডারেশন (এফএনবি) এর সহযোগিতায় উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে বরেন্দ্র কলেজ প্রাঙ্গনে হতদরিদ্র ২০০ শতাধিক দরিদ্র জনগোষ্ঠির মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শবনম শিরিন, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রনজিৎ কুমার সাহা, অধ্যক্ষ, বরেন্দ্র কলেজ, রাজশাহী, মোঃমহসিন আলী  সভাপতি, এফএনবি, রাজশাহী জেলা ও সম্বনয়কারী ব্র্যাক রাজশাহী জোন, ব্যুরো বাংলাদেশ এর আঞ্চলিক ব্যবস্থাপক ও এফএনবি রাজশাহী জেলার সাধারন সম্পাদক মোঃ আবু সাইদ শিকদার, এফএনবি রাজশাহী জেলা কমিটির কোষাধ্যক্ষ বিডো এর নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম।

আরও পড়ুনঃ   কোনো দল বা গোষ্ঠীর নয়, পুলিশ সব নাগরিকের : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লফস এর নির্বাহী পরিচালক ও এফএনবি রাজশাহী জেলার সহসভাপতি শাহানাজ পারভীন। শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি দরিদ্র জনগোষ্ঠির পাশে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতার আহব্বান জানান। তিনি রাজশাহী জেলা এফএনবি সহোযোগি সংস্থারদের প্রসংসা করেন এবং দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নে তাদের পাশে থাকার আহবান জানান।

আরও পড়ুনঃ   নগরীতে নিরাপদ ও বাসযোগ্য বসতির দাবিতে মানববন্ধন

শীতবস্ত্র অনুষ্ঠানে ২০০ জন হত দরিদ্র, বিধবা, প্রতিবন্ধীসহ দরিদ্র জনগোষ্ঠিকে কম্বল প্রদান করা হয়।