বগুড়া প্রতিনিধি : বগুড়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া সদর উপজেলার গোকুল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়া শহরের আটাপাড়া এলাকার মোহাম্মদ বাবুল হোসেন (৬০) এবং সুলতানগঞ্জ পাড়ার নজরুল ইসলাম (৭০)।
নিহত দুজন পেশায় ব্যবসায়ী। তারা সম্পর্কে শ্যালক ও দুলাভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে ঘটনাস্থলের অদূরে মহাস্থানগড়ের দিক থেকে প্রাইভেটকারে করে বগুড়ার দিকে যাচ্ছিলেন তারা দুই জন। সন্ধ্যায় গোকুল বাজার এলাকায় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা দেয়। দুর্ঘটনায় দুইজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মোনোরুজ্জামান বলেন, শ্যালক-দুলাভাই দুজনই ব্যবসার কাজ শেষে শহরে ফিরছিলেন। চালকের আসনে থাকা শ্যালক বাবুল হোসেন নিয়ন্ত্রণ হারালে প্রাইভেট কারটির রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।