বাগমারায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

হেলাল উদ্দীন, বাগমারা : “জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ৪৬তম বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

আরও পড়ুনঃ   বাগমারায় অগ্রিকান্ডে ৬ টি পান বরজ ভস্মীভূত
 উপজেলা একাডেমিক সুপারভাইজার ড.মুহাম্মদ আবদুল মুমীতের সঞ্চালনায় অতিথির বক্তব্য দেন, সহকারী কমিশনার(ভূমি) নাহিদ হোসেন, মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, ভবানীগনন্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুস সাত্তার, শিক্ষা কর্মকর্তা মুক্তাদির আলম। মেলায় উপজেলার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীরা অংশ নেয়। তাদের বিভিন্ন উদ্ভাবন প্রদর্শন করে কর্মকর্তাবৃন্দ।