দলীয় সভা থেকে ফেরার পথে দুর্ঘটনায় যুবদলকর্মী নিহত

স্টাফ রিপোর্টার : দলীয় সভা শেষে ফেরার পথে রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। সোমবার রাতে জেলার পবা উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ব্যক্তির নাম শাহজাহান আলী (৪৫)। জেলার দুর্গাপুর উপজেলার হাড়িয়াপাড়া গ্রামে তার বাড়ি। দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৪৬) নামে আরেক যুবদলকর্মী আহত হয়েছেন। তার বাড়ি আমগাছি গ্রামে।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় বিআরটিসি বাসের চাপায় ভ্যান যাত্রী নারী নিহত! আহত ৩

প্রত্যক্ষদর্শীরা জানান, এ দুজন সোমবার রাজশাহী মহানগরে যুবদলের এক সভায় যোগ দিতে আসেন। সভা শেষে ফেরার পথে রামচন্দ্রপুর বাজারে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে শাহজাহান ও শফিকুল দুজনে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এরপর রাতে শাহজাহান আলী মারা যান। শফিকুল চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ   তদবির করলে নাম উঠবে তালিকায়

দুর্গাপুরের ঝালুকা ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুবুর রহমান বলেন, যুবদলকর্মী শাহজাহানের লাশ বাড়ি নিয়ে গিয়ে দাফন করা হয়েছে। এ দুর্ঘটনার কারণে তারা শোকাহত।