আমার কোনো আক্ষেপ নেই : তিশা

অনলাইন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। প্রথমে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর মোস্তফা কামাল রাজের নাটক ‘লাল খাম বনাম নীল খাম’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাসনুভা তিশা বলেন, ‘অভিনেতা হিসেবে এর সাথে কাজ করবো তার সাথে কাজ করবো এরকম কোনো আক্ষেপ নেই। ইয়াশ রোহানের সঙ্গে কাজ করার খুব ইচ্ছে ছিল এবং সে ত অনেক আগেই পূরণ হয়েছে।’

আরও পড়ুনঃ   যদি মনে করি, সিঙ্গেল থেকে ডাবল হতে চাই তখনই হব : জয়া

এরপর অভিনয় প্রসঙ্গে তার ভাষ্য, ‘ক্যারিয়ারে আমি একটু এলোমেলো এখনও আমি প্ল্যান করে বাইরে কোথাও যায় না। কার সঙ্গে জুটি বাধবো, কাজ করবো নাকি করবো না এসব ভাবি না। হুটহাট কাজের অফার আসে গল্প ভালো লাগলে করে ফেলি।’

তিশার কথায়, ‘এই নতুন জেনারেশনের অনেক বিষয় আছে, অনেক পজেটিভ ব্যাপার আছে যেগুলো শেখার মতো।’ কাজ নিয়ে তিনি আরও বলেন, ‘নিলয়ের সাথে এখন খুবই কম কাজ করি নিলয়ের সাথে এখন শুধু হিমি কাজ আমি তো কোনো ফ্লোর পাই না।’

আরও পড়ুনঃ   বাল্যকালে শ্রদ্ধার প্রেম প্রস্তাব ফিরিয়ে অনুতপ্ত বরুণ

শেষে বলেন, ‘ইয়াশ রোহানের সঙ্গে কাজ করার খুব ইচ্ছে ছিল তো অনেক আগেই পূরণ হয়েছে। ২০২১ সালে আমরা নেটওয়ার্কের বাইরে প্রথম কাজ করেছি তারপর দুইটি ফিকশন করেছিলাম এদিকে ২০২৫ এ আমাদের আবার কাজ করা হচ্ছে যেটা নতুব বছরে আমার প্রথম কাজ।’