স্বামীকে নিয়ে আবেগঘন পোস্ট চমকের

অনলাইন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। নিজের অভিনয় দক্ষতা দিয়ে অল্পসময়ের মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন।

গত বছরে জুন মাসে মাত্র ৯ টাকা দেনমোহরে ব্যবসায়ী আজমান নাসিরকে বিয়ে করে সবাইকে চমকই দেখিয়েছিলে এ অভিনেত্রী। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী নাসিরের জন্মদিন উপলক্ষ্যে এক আবেগঘন পোস্ট দিয়েছেন চমক।

পোস্ট দিয়ে রুকাইয়া জাহান চমক লিখেছেন, ‘প্রিয় স্বামী, আজ তোমার জন্মদিন। তোমার বাবা-মা অসংখ্য ধন্যবাদ তোমাকে এ পৃথিবীর আলো দেখার জন্য। এই পৃথিবীতে তোমার উপস্থিতির জন্য আমি আমার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারি না। আমি বলতে চাই, আমি তোমার সাথে অন্তত হাজারো অলস সূর্যাস্ত দেখতে দেখতে চা পান করতে চাই।’

আরও পড়ুনঃ   কালো গাউনে নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম

চমকের কথায়, ‘সকালে ঘুম থেকে উঠে আলিঙ্গন করতে চাই, আমাদের মধ্যরাতে পাগলামি, নির্বোধ অর্থহীন লেখা সঙ্গে হাজারো কফি ডেট। এদিকে কে তোমার ছবি পছন্দ করেছে তা নিয়ে ঝগড়া করি আর আমরা গ্রামাঞ্চলে উদ্দেশ্যহীনভাবে গাড়ি চালানোর সময় আমাদের প্রিয় গান শোনা হয়।’

আরও পড়ুনঃ   দীর্ঘদিন পর দেশে ফিরলেন মোনালিসা, দিলেন সুখবর

শেষে অভিনেত্রীর ভাষ্য, একসাথে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করা, তোমার সাথে অদ্ভুত খাবার রান্না করা। চাঁদের নিচে হাজারো রাত শুধু তোমার হাত ধরে থাকবো। আমাদের মাথায় কিছুই নেই শুধু আমরা দুজন এখানে এবং চিরকাল, আমি তোমার সাথে এই জীবন উদযাপন করতে চাই, প্রিয়। এই দিনটির অনেক অনেক শুভ প্রত্যাবর্তন।