বাঘায় শীতার্ত দরিদ্র মানুষকে শীতবস্ত্র উপহার দিয়েছে ‘পলিমাটি’

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলায় শীতার্ত দরিদ্র মানুষকে শীতবস্ত্র উপহার দিয়েছে রাজশাহীর অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘পলিমাটি’। জেলা পরিষদের সহযোগিতায় শনিবার বিকালে উপজেলার খানপুর জেপি উচ্চ বিদ্যালয় মাঠে এ উপহার বিতরণের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ   আরএমপি'র স্কুল ভিজিটিং কর্মসূচিশুরু

সেখানে দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও জেলা পরিষদের প্রশাসক তরফদার মো: আক্তার জামীল। সেখানে তিনি ২০০ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে একটি করে কম্বল দেন।

আরও পড়ুনঃ   রাজশাহী পাসপোর্ট অফিসের উপপরিচালক রোজী খন্দকারকে বদলি

সংগঠনটির সভাপতি উজ্জ্বল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খানপুর জেপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম প্রমূখ।