গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে সিসিবিভিও-রাজশাহী ও রক্ষাগোলা সমন্বয় কমিটির সহযোগিতায়, বন্ধু আমরা সংগঠনের আয়োজনে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ফার্সাপাড়া রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের সমাজ গৃহ প্রাঙ্গণ ও সিসিবিভিও শাখা কার্যালয় কাকনহাটে বয়োজ্যৈষ্ঠ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শীতার্তদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ   ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে বাঘার শ্রমিকের মৃত্যু

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “বন্ধু আমরা” সংগঠনের মাহফুজুল ইসলাম লিটন, নাসিমা জাহান নীরু, শফিকুল ইসলাম শিবলী, খালেদা হোসেন, আরিফ কামাল ইথার, বাবুল ইসলাম, ইসমত আরা লাকী, মিজানুর রহমান রিপন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

এছাড়াও সিসিবিভিওর প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন, নিরাবুল ইসলাম, পৌল টুডু, সবিতা রানী, ইমরুল সাদাত, সুদক্ষন টপ্প্য, কাথারিনা হাঁসদা, রঞ্জিত সাওরীয়া, রাজকুমার রাজেয়াড়।