রাজশাহীতে জামায়াতের আমীরের আগমন উপলক্ষ্যে নওহাটা বাজারে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা

রাকিব হাসান, স্টাফ রিপোর্টার : আগামী ১৮ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এর আগমন ও রাজশাহী জেলা ও মহানগর জামায়াতের আয়োজিত কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ   মতিহার থানায় অটোরিকশা উদ্ধারসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার

বাংলাদেশ জামায়াতে ইসলামী এয়ারপোর্ট থানার আয়োজনে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার ৪.৩০ ঘটিকায় নগরীর নওহাটা বাজারে এক বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।

উক্ত র‌্যালি ও পথসভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর সাহিত্য ও প্রকাশ সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, থানার আমির মাওলানা সূজা উদ্দিন, নায়েবে আমির মো: রফিকুল ইসলাম বকুল , সেক্রেটারি মাওলানা কাজিম উদ্দিনসহ অন্যান্য প্রমূখ নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ   আরএমপির আট উপ-কমিশনারকে একযোগে বদলি

এছাড়াও উক্ত র‌্যালি ও পথসভায় এয়ারপোর্ট থানার জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।