জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে যাচ্ছে বিএনপি

অনলাইন ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে বৈঠকে যোগ দিচ্ছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ ওই বৈঠকে যোগ দেবেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ গুলশান বাসা থেকে কিছু সময়ের মধ্যে রওনা করবেন।

আরও পড়ুনঃ   বিশ্ব মানচিত্রে ভারত বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে : দুলু

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও চারজন উপদেষ্টা উপস্থিত থাকবেন বলে সরকারি সূত্রে জানা গেছে।

বিএনপি এ বৈঠকে যাবে কি না, সে বিষয়ে নানা আলোচনা চলছিল। শেষ পর্যন্ত দলটির পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠানোর কথা জানানো হলো।

আরও পড়ুনঃ   হাসিনাকে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবে ঢাকা : তৌহিদ

সর্বদলীয় এ বৈঠকের সময় ও স্থানের কথা জানিয়ে বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এ বৈঠক আহ্বান করেছে। -বাংলানিউজ