স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক, দৈনিক সোনালী সংবাদের স্টাফ রিপোর্টার, অধুনালুপ্ত সিএসবি চ্যানেলের ক্যামেরাপার্সন ও প্রয়াত সাংবাদিক মাহতাব চৌধুরীর ভাইরা নগকপাড়া নিবাসী মো. মাসুদ আজ সকাল ১০টায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। মৃত্যুকালে তিনি দুই কন্যা, স্ত্রী রেখে যান। আজ বাদ এশা সাহেব বাজার বড় মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে কাদিরগজ্ঞ গোরস্থানে দাফন করা হবে।
এদিকে সাংবাদিক মাসুদের অকাল মৃত্যুতে রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় ক্লাবের সভাপতি মোমিনুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেছেন এবং তাঁর শোক সম্পপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।