বাগমারায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হেলাল উদ্দীন, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ পালিত হয়েছে। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে সামনে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ভবানীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে গরম রড দিয়ে রিকশাওয়ালাকে রাতভর নির্যাতন

উপজেলা প্রকৌশলী খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার সহকারি প্রকৌশলী লিটন মিয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসার সালেক উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আব্দুল্লাহ, ভবানীগঞ্জ পৌরসভার হিসাবরক্ষক মকলেছুর রহমান প্রমুখ।

আরও পড়ুনঃ   তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মশালা

উক্ত অনুষ্ঠানে ভবানীগঞ্জ পৌরসভার অন্যান্য কর্মকর্তা সহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও সুশীল সমাজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।