পবার নওহাটায় বিএনপি ও জামায়াতের সহযোগিতায় শীতার্ত ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ

রাকিব হাসান, স্টাফ রিপোর্টার : রাজশাহী পবার নওহাটায় শীতার্ত ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নওহাটা পৌরসভার উদ্যোগে ও পৌর বিএনপি ও জামায়াতের সহযোগিতায় ৬’শ ৮৪ জনকে কম্বল দেয়া হয়।

রোববার কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পিটার, এয়ারপোর্ট থানা জামায়াতে আমীর সুজাউদ্দিন, সহসভাপতি রফিকুল ইসলাম বকুল, সেক্রেটারি কাজিমুদ্দিন, ছাত্র প্রতিনিধি কাজী আসিফ আহমেদ আকাশ, নওহাটা পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।

আরও পড়ুনঃ   নগরীতে অপহরণ ও ধর্ষণ মামলার ২ আসামি গ্রেপ্তার

এসময় আরও উপস্থিত ছিলেন, জামায়াত নেতা আশরাফ রাজু, বিএনপি নেতা আনোয়ার হোসেন, গিয়াস উদ্দিন, মফিজ উদ্দিন, সুজন আলী প্রমুখ।