৫ আগস্ট রাজপাড়া থানা থেকে হারিয়ে যাওয়া অস্ত্র-গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর রাজপাড়া থানা থেকে গত ৫ আগস্ট হারিয়ে যাওয়া একটি আগ্নেয়াস্ত্র ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর ভাঙ্গাপাড়া নদীর ঘাট এলাকার পদ্মা নদীর চরের ফসলি জমি থেকে অস্ত্র ও এসব গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   শিক্ষার্থীদের দখলে থাকা রাজশাহীতে শোক পালন করতে এলেন না কেউ

রাজপাড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম বলেন, ৫ আগস্ট এসব আগ্নেয়াস্ত্র ও গুলি হারিয়ে যায়। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫০ রাউন্ড গুলিসহ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   মান্দায় কমিটি নিয়ে দ্বন্দ্বের জের মোটরসাইকেল আগুন

তিনি আরও বলেন, আগ্নেয়াস্ত্রটি নগরীর কাজীহাটা এলাকার এক ব্যক্তির। এর লাইসেন্স নম্বর-২০২৮। বর্তমানে এটি থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।