লালপুরে ট্রাকের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নিহত

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সাবেক সদস্য ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর স্বপ্নিল জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাবেক ইউপি সদস্য হলেন জহুরুল ইসলাম গোপ্পী (৫৫)। তিনি উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর গ্রামের গফুর মৃধার ছেলে এবং ঈশ্বরদী ইউপির সাবেক সদস্য।

আরও পড়ুনঃ   গৃহবধূর লাশের পাশে হত্যার কথা স্বীকার করে স্বামীর চিঠি

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা গেছে, জহুরুল নাটোর থেকে মোটরসাইকেলে করে গতকাল শনিবার সন্ধ্যায় গৌরীপুরের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর স্বপ্নীল জেনারেল হাসপাতালের সামনে এলে একটি দ্রুতগামী অজ্ঞাত ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় তিনি মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   নাটোরে মোকামে লবণযুক্ত চামড়া আমদানি: প্রথম হাটে আমদানি কম

ওসি নুরুজ্জামান বলেন, অজ্ঞাত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।