পুঠিয়ায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৫

পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন মামলায় ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুঠিয়া থানা পুলিশ। শুক্রবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ৬ মাসের সাজা প্রাপ্ত আসামি কান্দ্রা এলাকার মৃত ইউনুস মোল্লার ছেলে আসাদুল ইসলাম, ওয়ারেন্ট ভুক্ত আসামি রঘুরামপুর এলাকার ইয়ামিন আলীর ছেলে আলাল, রঘুরামপুর এলাকার মৃত সোহান আলীর ছেলে আবেদ আলী, দীঘলকান্দিএলাকার মৃত লোকমান আলী ছেলে কাউসার, নারী ও শিশু আইন মামলার আসামী ধোপাপাড়া এলাকারমৃত আঃ রশিদের ছেলে মিলন আলী।

আরও পড়ুনঃ   মেয়ের পরকীয়ার বলি সাবেক এমপি খান মজলিসের স্ত্রী সেলিনা

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা একজন সাজাপ্রাপ্ত এবং বাকিরা সব বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। রাতে তাদেরকে আটক করে শুক্রবার সকালে সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।