তাবলিগ সাদপন্থীদের বিচার দাবিতে নগরীতে বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার : তাবলিগ জামাতের সাদপন্থীদের বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর নগরের সাহেববাজার বড় মসজিদ চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে সোনাদীঘি মোড় প্রদক্ষিণ করে একই স্থানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘ওলামা মাশায়েখ ও তাওহীদি জনতা’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরপন্থীরা অংশগ্রহণ করেন। তারা গত ১৯ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় চারজন নিহতের ঘটনায় দ্রুত বিচারের দাবি জানান।

আরও পড়ুনঃ   ৪০ দশমিক ২ ডিগ্রি তাপে পুড়ছে রাজশাহী

সমাবেশ থেকে পাঁচটি দাবি তুলে ধরা হয়। এগুলো হলো- অতি দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডর সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করা, যাতের নামে মামলা হয়েছে তাদের জামিন আবেদন বাতিল করা, দিল্লীর মাওলানা সাদ’কে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা, সাদপন্থীদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে সকল কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করা এবং সকল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা আরোপ করা।

আরও পড়ুনঃ   স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিক্ষোভ সমাবেশে উপশহর মারকাজ মসজিদের সভাপতি মাওলানা আব্দুল মালেক, সূরা সদস্য হাফেজ মাওলানা আব্দুল্লাহ তালহা, হেফাজতে ইসলামের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মো. ইমরান আলী, কাটাখালি জামিয়া উসমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জামাল উদ্দিন মাহমুদ, কেশরহাট জামে মসজিদের খতিব মাওলানা মোজাফফর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।