ভবানীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ

হেলাল উদ্দনী, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে বিনামূল্যে ডাস্টবিন প্রদান করা হয়েছে। বুধবার (৭জানুয়ারী) বিকেলে প্রেসক্লাব চত্তরে বিতরনের জন্য প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজের হাতে ডাস্টবিন তুলে দেন পৌরসভার সহকারি প্রকৌশলী লিটন মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক মাহফুজুর রহমান প্রিন্স, দপ্তর সম্পাদক আকবার আলী, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপি নেতা আহসান হাবিব রুমি, সাংবাদিক মিজানুর রহমান প্রমূখ।
এ বিষয়ে সহকারি প্রকৌশলী লিটন মিয়া জানান, ভবানীগঞ্জ পৌরসভাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের। আমরা চেষ্টা করছি উপজেলা হেডকোয়ার্টার ভবানীগঞ্জ বাজার সহ গোটা পৌরসভাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে। এ জন্য গুরুত্বপূর্ন এলাকায় ডাস্টবিন স্থাপন কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৪ ও মাদকদ্রব্য উদ্ধার

পৌরবাসীকে সচেতন ভাবে ডাস্টবিন ব্যবহার ও সংরক্ষনের জন্য সকলের আন্তরিক সহযোহিতা প্রত্যাশা করেছেন ।