মানি লন্ডারিং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : মঙ্গলবার সকালে মালিবাগে অবস্থিত স্পেশাল ব্রাঞ্চ (এসবি) কার্যালয় পরিদর্শন করে মত বিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপর তিনি পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশ, সিআইডি, ঢাকা এর সদর দপ্তর। এসময় উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাহারুল আলম, বিপিএম এবং সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মতিউর রহমান শেখ, এসবি প্রধান অ্যাডিশনাল আইজিপি মোহাম্মদ গোলাম রসুলসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুনঃ   বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেয়া হবে : প্রধানমন্ত্রী

বাংলাদেশ পুলিশ, সিআইডি, ঢাকা এর সদর দপ্তর পরিদর্শনকালে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় অর্থ পাচার ও মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে সিআইডিকে আরও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, মানি লন্ডারিং মামলা সংক্রান্তে যে সমস্ত সম্পত্তিসমূহ ক্রোক করা হয়েছে সেগুলো সতর্কতার সাথে রক্ষণাবেক্ষণ করতে হবে। এ ছাড়াও সাইবার সংক্রান্ত অপরাধসমূহ নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষ গুরুত্বারোপ করেন। ফরেনসিক ল্যাব পরিদর্শনকালে সম্প্রতি সচিবালয়ে অগ্নিকান্ডের বিষয় উল্লেখ করে ফরেনসিক বিভাগের কর্মকাণ্ডের সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ   ইন্স্যুরেন্স কোম্পানির চাকরির আড়ালে জঙ্গি সংগঠনের রিক্রুটার

মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে সিআইডির স্যুভেনিয়র তুলে দেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মতিউর রহমান শেখ।-ইত্তেফাক