ভাষানটেকে পরিত্যক্ত অবস্থায় ৫৭৪ রাউন্ড গুলি উদ্ধার

অনলাইন ডেস্ক : রাজধানীর ভাষানটেক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৭৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে দেওয়ানপাড়া এলাকা থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভাষানটেক এলাকার দেওয়ানপাড়ার বিসমিল্লাহ লেক ভিউ টাওয়ারের খালি প্লটের ভেতর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা গুলিগুলো উদ্ধার করা হয়। গুলিগুলো একটি সিমেন্টের বস্তার ভেতরে ইট দিয়ে ঢাকা ছিল।

আরও পড়ুনঃ   দেশে ফিরতে প্রধান উপদেষ্টাকে খোলা চিঠি তাসলিমার

তিনি জানান, উদ্ধারের পর দেখা যায় ১১টি চার্জারে ১০ রাউন্ড করে ৪১০ রাউন্ড গুলি, ১২টি চার্জারে ৯৬ রাউন্ড গুলি, চার্জার ছাড়া ৬৪ রাউন্ড গুলি এবং ভাঙা গুলি চার রাউন্ড।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।