‘মানুষ কীভাবে এত সুন্দর হয়, অঞ্জনা ছিল পরীর মতো’

অনলাইন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমানকে নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, ‘অঞ্জনা এমন এক পরিবার থেকে সে উঠে এসেছে যেটা আমাদের কল্পনার বাইরে, সে হিন্দু পরিবারের মেয়ে ছিল পরবর্তীতে মুসলিম হয়েছে।’

অঞ্জনাকে পরীর সঙ্গে তুলনা করে ইলিয়াস বলেন, ‘আমার জীবনে প্রথম নায়িকা দেখেছি অঞ্জনাকে যখন ‘দস্যু বনহুর’ ছবির শুটিং চলছিল। আমি প্রথম ওনাকে দেখার পর আমার মনে হয়েছে যে, মানুষ কীভাবে এত সুন্দর হয়। আমার কাছে তাকে মানুষ মনে হয়নি। সে তো ছিল পরীর মতো ।’

আরও পড়ুনঃ   ‘অল ব্ল্যাক’ লুকে ধরা দিলেন দীপিকা

তার কথায়, ‘সারাটা জীবন অঞ্জনা চলচ্চিত্রে থেকেছে, চলচ্চিত্রের জন্য কথা বলেছে। তার যতটুকু করা দরকার চলচ্চিত্রের জন্য সেভাবে করেছে। তবে আমরা কতটুকু সেভাবে তাকে মূল্যয়ন করেছি সেটা বিচার-বিবেচনার বিষয়।’

ইলিয়াসের ভাষ্য, ‘অঞ্জনাকে আমরা মূল্যায়ন করতে পারিনি। একটা শিল্পীর মূল্যয়ন হচ্ছে তার শিল্পসত্মাকে ধরে রাখা সেটা কে করছে। এখানে কে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে? এ অভিযোগটা সবার কাছে করছি, সরকারের কাছে, চলচ্চিত্র অঙ্গনের মানুষের কাছে সকলের কাছে করছি।’

আরও পড়ুনঃ   অভিনব যেসব উপায়ে পরীক্ষায় নকল করতেন খুশি কাপুর

প্রসঙ্গত, শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অঞ্জনা রহমান। বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন তিনি। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি।