খালেদা জিয়ার সঙ্গে রোববার সাক্ষাৎ করবেন স্থায়ী কমিটির সদস্যরা

অনলাইন ডেস্ক : আগামীকাল রোববার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। সোমবার রাত ৮টায় গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবনে (ফিরোজা) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাত ৮টায় গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবনে (ফিরোজা) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ   ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত

সূত্র জানায়, আগামী কয়েকদিনের মধ্যে লন্ডনে চিকিৎসার জন্য যাবেন খালেদা জিয়া। তার এই সফরকে সামনে রেখেই নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করছেন।-ইত্তেফাক