কাল শুরু হচ্ছে বিসিক উদ্যোক্তা মেলা

তথ্যবিবরণী: আগামীকাল রবিবার (০৫ জানুয়ারি) রাজশাহী কলেজ মাঠে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা- ২০২৫। রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক জেলা কার্যালয় এ মেলার আয়োজন করবে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১, মাদকদ্রব্য উদ্ধার

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বিকাল সোয়া চারটায় রাজশাহী কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য যে, এ মেলা প্রতিদিন দুপুর দুইটা হতে রাত দশটা এবং সরকারি ছুটির দিন সকাল দশটা হতে রাত দশটা পর্যন্ত চলবে।