সুজানগরে তারুণ্যের উৎসব-২০২৫ এর উদ্বোধন

সুজানগর প্রতিনিধি : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে রেখে পাবনার সুজানগরে তারুণ্যের উৎসব-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১ জানুয়ারী ২০২৫) সকালে একটি বর্ণাঢ্য র্যা লী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রথান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সম্ভাব্য স্থান পরিদর্শন

উদ্বোধনী র্যা লীতে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বৈষম্য বিরোধী ছাত্রনেতৃবৃন্দ ও স্কুল-কলেজের তরুণ-তরুনীরা অংশ গ্রহন করেন।

উদ্বোধন কালে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রনালয় কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর থেকে তারুণ্যের উৎসবের কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচি আগামী ১৯ ফেব্রুয়ারি-২০২৫ পর্যন্ত চলমান থাকবে। এ সময়ের মধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে তরুণদের নিয়ে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।