বাগমারায় তারণ্যের উৎসব উদযাপন

হেলাল উদ্দীন,বাগমারা প্রতিনিধি : এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এমন শ্লোগানকে সামনে রেখে, তারণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে রাজশাহীর বাগমারায় একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। উপজেলা প্রসাশনের উদ্যোগে র‌্যালীটি বের করা হয়। বুধবার (১ জানুয়ারী) বেলা সাড়ে বারটার দিকে র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলার প্রসাশন ভবনের সামনে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় মিলিত হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে সমবেত কন্ঠে জাতীয় সংগীত গাইলো উদীচীর শিল্পীরা

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) নাহিদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা এলজিইডি’র প্রকৌশলী খলিলুর রহমান, প্রাণী সম্পাদক কর্মকর্তা ডা: আহসান হাবিব, কাচারী কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ, বালানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক প্রমুখ। র‌্যালীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।