নিয়ামতপুরে একদিনের ব্যাডমিন্টন টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে একদিনের ব্যাডমিন্টন টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে নিয়ামতপুর ব্যাডমিন্টন একাডেমির আয়োজনে এ খেলায় ২৪ টি দল অংশগ্রহণ করে। নকআউট ভিত্তিক এ খেলায় রাজশাহী জেলার হান্টার-৫ চ্যাম্পিয়ন ও হান্টার-৭ রানার্সআপ হয়।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভা

খেলায় শামীম রেজা চৌধুরী বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য ডাঃ ছালেক চৌধুরী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ছাদরুল আমিন চৌধুরী, আইনুল ইসলাম, শাহনেওয়াজ চৌধুরী সবুজ, আরিফুল ইসলাম, শাহজামান বুদু, টিুটু চৌধুরী প্রমূখ।

আরও পড়ুনঃ   রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগে নিষেধাজ্ঞা প্রত্যাহার

খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।