চাঁপাইনবাবগঞ্জে জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় জানিয়েছেন এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ ৪১ বছর ইমামতি শেষে রাজকীয়ভাবে ইমামকে বিদায় দিয়েছেন মুসল্লিরা। ইংরেজী ২০২৪ সালের শেষ শুক্রবার ইমামকে ফুল সুসজ্জিত এশিয়ান টেলিভিশনের প্রাইভেট কারে বসিয়ে মোটরসাইকেল বহর নিয়ে রাজকীয় সম্মানে পৌঁছে দেওয়া হয় বাড়িতে। এমন আনন্দ আর বেদনা-বিধুর ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাট-চকআলমপুর এলাকায়।

রানিহাটী ইউনিয়নের চক আলমপুর বেলপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আসরাফ উদ্দিন কে (৮২) ফুলেল শুভেচ্ছা জানান মুসল্লি ও এলাকাবাসী। ইমাম মাওলানা আসরাফ উদ্দীন রানিহাটী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর কাইঠাপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলী পন্ডিতের ছেলে।

আরও পড়ুনঃ   সংকট না থাকলেও বগুড়ায় চালের দাম ২–৪ টাকা বেড়েছে

শুক্রবার (২৭ ডিসেম্বর) জুমার নামাজ শেষে তাকে ফুল সুসজ্জিত এশিয়ান টেলিভিশনের প্রাইভেট কারে বসিয়ে মোটরসাইকেল বহর নিয়ে রাজকীয় সম্মানে পৌঁছে দেন বাড়িতে।

বিদায়ী সংবর্ধনায় আবেগাপ্লুত হয়ে পড়েন মাওলানা আসরাফ উদ্দীন। তিনি বলেন, জীবনের দীর্ঘসময় ইমামতি করেছি, এমন আয়োজনে খুবই মুগ্ধ হয়েছি। এ জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। আমিও দোয়া করবো, সবাইকে মহান আল্লাহপাক ভালো রাখুন।

জানা যায়, মাওলানা আসরাফ উদ্দীন চকআলমপুর-বেলপাড়া জামে মসজিদে ইমামতি করেন টানা ৪১ বছর। এর আগে এলাকার চুনাখালী এনায়েতুল্লাহ আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেছেন দীর্ঘসময় তিনি। দীর্ঘদিন ইমামতি শেষে বার্ধক্যের কারণে অবসর নিয়েছেন। অবসরে যাওয়ায় এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা বিশেষ সম্মান জানিয়ে রাজকীয় বিদায় দিলেন তাকে।

আরও পড়ুনঃ   ঈশ্বরদী পৌরসভায় চলছে নতুন কর নির্ধারণে গণশুনানি

চক আলমপুর বেলপাড়া জামে মসজিদের সেক্রেটারী সালাহ উদ্দীন জুয়েল বলেন, আজকের দিনটি আমাদের জন্য বেদনার। কেননা আত্মার আত্মীয়কে বিদায় দিচ্ছি, যিনি দীর্ঘ ৪১ বছর দ্বিনি শিক্ষায় আমাদের আলোকিত করেছেন।