বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা রাজশাহী আসবেন রবিবার

তথ্যবিবরণী: বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন দুই দিনের সরকারি সফরে আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর রাজশাহী জেলা সফরে আসবেন।তিনি ওইদিন বিমানযোগে সকাল সাড়ে দশটায় শাহমখদুম বিমানবন্দরে এসে পৌছবেন।

এদিন তিনি সকাল এগারোটায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে জনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত সেমিনার/মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরে তিনি দুপুর সোয়া দুইটায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট পরিদর্শন করবেন। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে দুপুর আড়াইটায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিতি ও মতিবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে রেশম কীট ও তুঁত জাতের জার্মপ্লাজম মেইনটেন্যান্স কার্যক্রম এবং সেরিকালচার মিউজিয়াাম পরিদর্শন করবেন।

আরও পড়ুনঃ   আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে: সেনাপ্রধান

পরদিন মঙ্গলবার সকাল নয়টা থেকে সাড়ে চারটা পর্যন্ত তিনি টিসিবির ফ্যামিলি কার্ডধারী উপকারভোগীদের হোম ভিজিট করবেন।

ওই দিন সন্ধ্যা পৌনে ছয়টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।