গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন দেওপাড়া ইউনিয়নের বিজয়নগর এলাকা থেকে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ২০ গ্রাম হেরোইন করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম সাব্বির হোসেন (২১)। সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সহড়াগাছী গ্রামের মৃত জানে আলম বিজুর পুত্র।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মোঃ মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স-সহ গত ২৩ রবিবার গোদাগাড়ী থানাধীন গোপালপুর মোড়ে ডিউটি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন দেওপাড়া ইউনিয়নের বিজয়নগর রশিদ মাষ্টার পাড়া গ্রামস্থ মোঃ আসমাউল উজ্জামান হোসেনের বসতবাড়ীর পূর্ব পার্শ্বে পাকা রাস্তার সম্মুখে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মোঃ মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স-সহ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ২০ গ্রাম হেরোইন করা হয়।