সড়ক দুর্ঘটনায় নগর জামায়াতে আমিরসহ আহত তিন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগরীর আমির মাওলানা ড. কেরামত আলীসহ তিনজন আহত হয়েছেন। রবিবার দিবাগত রাতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার সড়ক বিভাজকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী নগরীর ভেড়িপাড়া মোড়ের এ দুর্ঘটনায় প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

আহত অপর দুজন হলেন- রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলীর সঙ্গী মো. আশাউদদৌলা ও গাড়িচালক রোকন উদ্দিন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৭, মাদকদ্রব্য উদ্ধার

জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন জানান, সোমবার সকালে ড. কেরামত আলী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তিনি এখন বাসায় আছেন। তবে অন্য দুজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

আশরাফুল আলম ইমন আরও জানান, চাঁপাইনবাবগঞ্জে সাংগঠনিক কাজ শেষে রাতে বাসায় ফিরছিলেন ড. কেরামত আলী। পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কেরামত আলীর শরীরের কয়েকটি স্থানে জখম হয়েছে। এছাড়া তিনি বুকে ও পিঠে আঘাত পেয়েছেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে অংশীজনের সাথে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের মতবিনিময় সভা

নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, প্রাইভেটকারের গতি একটু বেশি ছিল। রাতে কুয়াশাও পড়েছিল। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গাড়িটি উদ্ধার করে রাজপাড়া থানা হেফাজতে রাখা হয়েছে।