রাজশাহী চেম্বারের সাথে এডিটরস ফোরাম নেতৃবৃন্দের মতবিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সাথে রাজশাহী এডিটরস ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে চেম্বারের বোর্ড এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিংকু। উপস্থিত ছিলেন রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলী ও সহ-সভাপতি আফজাল হোসেন, সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব।

লিয়াকত আলী বলেন, এডিটরস ফোরামের পথচলা দীর্ঘ দিনের কিন্তু মাঝে এর কার্যক্রম বন্ধ ছিল। আমরা পুনরায় এটি চালু করেছি। বর্তমানে এর সদস্য সংখ্যা ১১ জন। তিনি রাজশাহীর উন্নয়নে চেম্বার ও এডিটরস ফোরাম এক হয়ে কাজ করার আশা ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   আরএমপি'র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আকবারুল হাসান মিল্লাত বলেন, রাজশাহী চেম্বার যেমন ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করছে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা প্রতিনিধিত্ব করি। এ অঞ্চলের উন্নয়নে আমাদের সকলের এক হয়ে কাজ করতে হবে।

আমাদের সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু রাজশাহীর সার্বিক পরিস্থিতি তুলে ধরার জন্য স্থানীয় পত্রিকাগুলির টিকে থাকা দরকার। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিক তসিকুল ইসলাম বকুল মারা গেছেন। উনাকে নিয়ে চেম্বারে একটি স্মরণসভা করতে চাচ্ছি। এর প্রেক্ষিতে চেম্বার সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকু চেম্বারের পক্ষ হতে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ ৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

সোহেল মাহবুব বলেন, বর্তমানে রাজশাহীর আরেকটি বড় সমস্যা হচ্ছে জ্যাম। আমরা ইতোমধ্যে এটা নিয়ে কাজ করছি। সাংবাদিকরাও আপনাদের মতই মানুষ, আমাদেরকে সমস্যা জানাতে হবে; তাহলে আমরা সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে পারবো।

আফজাল হোসেন বলেন, সাংবাদিকদের সম্পর্কে বিভিন্ন সময় নেতিবাচক খবর শুনতে পাই। সবাই কিন্তু খারাপ না। যারা অন্যায় করছে তাদেরকে ধরিয়ে দিন।

এ সময় আরোও উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান, আব্দুল গাফফার, রুহুল আমিন, এস এম আইয়ুব।