রাকাব-এ অনলাইন রিপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার : ২১ ডিসেম্বর ২০২৪ তারিখ শনিবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রশিক্ষণ ইনস্টিটিউট, রাজশাহী কর্তৃক আয়োজিত অনলাইন রিপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকার এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ; উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফরিদা ইয়াসমিন। দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক, সহকারী মহাব্যবস্থাপক এবং সকল বিভাগের ডি-নথি সংশ্লিষ্ট মোট ৮৫জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঊর্ধ্বতন অনুষদ সদস্য কাওসার জাহান।