হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারায় বেসরকারী হাসপাতাল আঁত-তাবারা মডেল হাসপাতালের চতুর্থতম বর্ষপূতি উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। শনিবার উপজেলা সদর ভবানীগঞ্জ শিল্পকলা একাডেমি সংলগ্ন আঁত-তাবারা মডেল হাসপাতালের নিজস্ব ভবনে বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় উত্তর একডালা দাখিল মাদ্রাসার সুপারিনটেডেন্ট মোফাজ্জল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, আঁত-তাবারা মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপনা পরিচালক মাস্টার আতাউর রহমান, প্রতিষ্ঠানের চিকিৎসক ডাঃ আইউব আলী খান, ডাঃ আব্দুল্লা আল মামুন, ডাঃ জসীম উদ্দিন প্রমুখ।
আলোচক বৃন্দ হাসপাতালের দক্ষ, অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে হাসপাতালে সফলতা বিষয়ক আলোচনা করেন। তারা আঁত-তাবারা মডেল হাসপাতালের আধুনিক চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে বলে জানান।
অনুষ্ঠানে আঁত-তাবারা মডেল হাসপাতালের অন্যান্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সহ বিভিন্ন এলাকার গ্রাম্য চিকিৎসকগণ সহ জনপ্রতিনিধি, শিক্ষক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে আঁত-তাবারা মডেল হাসপাতালের সাফল্য কামনা করে বিশেষ দোয়া শেষে ভালো কাজে অবদান রাখায় সন্মাননো ক্রেষ্ট প্রদান করা হয়।