রাজশাহীতে বিএনসিসি ফোরামের পূণর্মিলনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেলো ২০২৪ সালের বিএনসিসি ফোরামের পূণর্মিলনী। শুক্রবার (২০ ডিসেম্বর) রাজশাহী কলেজ চত্ত্বরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সাবেক এবং বর্তমান ৬০০ জন র‌্যাংকধারী কর্মকর্তা ও ক্যাডেট এসেছিলেন।

শুক্রবার সকাল ৬টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূণর্মিলনীতে ক্যাডেট ও তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। এরমধ্যে এদিন বিকাল সাড়ে ৩টায় আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ৩১ বিএনসিসি ব্যাটালিয়ন কমান্ডার ক্যাপ্টেন প্রফেসর মোহাম্মদ আতাউর রহমান। প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মূ: যহুর আলী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ ড. প্রফেসর মো. ইব্রাহিম আলী, লেফটেন্যান্ট কর্নেল শেহনাজ ইয়াসমিন, বগুড়া হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মো. শহিদ উল্লাহ, মেজর ড. শেখ মো. রবিউল করিম ও ক্যাপ্টেন মজিবুর রহমান।

আরও পড়ুনঃ   বাগমারায় জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পূণর্মিলনীতে সবাই দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকার প্রত্যায় ব্যক্ত করেন। সেইসাথে বিএনসিসি ফোরামকে আরও ভালোভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।