বনশ্রীতে আবাসিক ভবনে আগুন

অনলাইন ডেস্ক : রাজধানীর বনশ্রীতে আবাসিক একটি ভবনে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে আগুনের খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান।

আরও পড়ুনঃ   সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস

তিনি বলেন, বনশ্রী সি ব্লকের ৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি।