পাবনায় অটোভ্যানে বাসের চাপা: তরুণ নিহত, আহত ১০

পাবনা প্রতিনিধি : পাবনায় ইঞ্জিনচালিত আটোভ্যানে বাসের চাপায় এক তরুণ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে পাবনা-ঢাকা মহাসড়কে পাবনা সদর উপজেলার জালালপুর ক্যাডেট কলেজের সামনে। নিহত ভ্যানচালক শিপন (২২) সদর উপজেলার রাজাপুর এলাকার ওয়াজ আলির ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ পরিবহন নামের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে বাসটি অটোভ্যানকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান ভ্যানচালক শিপন। অন্তত ১০ বাস যাত্রী আহত হন। তবে তাদের নাম পরিচয় দিতে পারেনি পুলিশ।

আরও পড়ুনঃ   আটঘরিয়ায় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ১০

মাধপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও সদর থানা-পুলিশ আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর বাস চালক ও সহযোগী পালিয়ে গেছে। বাসটি জব্দ করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে। কেউ অভিযোগ দেয়নি।