মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা সাদপন্থিদের

অনলাইন ডেস্ক : টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের পর আবারও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাদ কান্ধলভির অনুসারীরা মাঠ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের পক্ষ থেকে রেজা আরিফ এ তথ্য জানান।

বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন।

আরও পড়ুনঃ   সিন্ডিকেট করে কৃষিপণ্যের মূল্য বাড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : বিভাগীয় কমিশনার

রেজা আরিফ জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, সরকার নিজ দায়িত্বে মাঠটি নিয়ন্ত্রণ করবে এবং সেখানে কেউ অবস্থান করবে না।

বিশ্ব ইজতেমা ময়দান দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের পর, মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা বেলা ১১টায় অন্তর্বর্তী সরকারের পাঁচজন উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন।

আরও পড়ুনঃ   পরাজিত ফ্যাসিবাদ পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে : ফখরুল

বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে উপস্থিত ছিলেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ক ম খালিদ হোসেন।