নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ৭

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ৭ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ১ জন, অন্যান্য অপরাধে ১ জন এবং ওয়ারেন্টভূক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ   ঢাকার সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মো: রায়হান জ্যাকি(৩৭) ও মো: ইমরান হোসেন লিটন (৪০)। রায়হান রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হেতেম খাঁ এলাকার মোজাম্মেলের ছেলে। সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা শ্রমিকলীগের আইন বিষয়ক সম্পাদক ও ইমরান হোসেন একই এলাকার মৃত এমাম আলীর ছেলে। সে আওয়ামীলীগের হেতেম খাঁ মহল্লা কমিটির সাবেক সভাপতি।

আরও পড়ুনঃ   নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।