ডিবি’র পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ৩

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা, ২০ পিস ইয়াবা ও ৪৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ট্যাবলেটসহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: আব্দুল হাকিম (৪০), মো: রাজিব আলী (৪০) ও মো: রনি (২১)। হাকিম রাজশাহী মহানগরীর দামকুড়া থানার খড়িয়াপাড়া মো: আবু হোসেনের ছেলে। রাজিব পবা থানার দুয়ারী গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ও রনি একই থানার বাগসার গ্রামের মো: জাহাঙ্গীর আলমের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৩ ডিসেম্বর রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দামকুড়া থানার হরিপুর খড়িয়াপড়া এলাকায় এক ব্যক্তি তার বাড়িতে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছে।

আরও পড়ুনঃ   ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের গাফিলতিতে বাড়ছে চুরি

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই জাকির হোসাইন ও তার টিম রাত সোয়া ১০ টায় দামকুড়া থানার খড়িয়াপাড়া এলাকায় আব্দুল হাকিমের বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি মো: আব্দুল হাকিমকে গ্রেপ্তার করে। এসময় হাকিমের কাছ থেকে ২ কজি গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচির পর সংঘর্ষ, শিক্ষার্থী নিহত

অপরদিকে ডিবি পুলিশের আরএকটি টিম আজ ১৪ ডিসেম্বর দুপুর দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার দুয়ারী মোড়ে অভিযান পরিচালনা করে ৪৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আসামি রাজিব ও রনিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দামকুড়া ও পবা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।