শীতার্ত মানুষের মাঝে রাবি ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ

রাবি প্রতিনিধি : শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা। সোমবার (৯ ডিসেম্বর)রাত ১১টা থেকে শুরু করে আজ (মঙ্গলবার) ভোর ৪টা পর্যন্ত এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করে সংগঠনটি।

সংশ্লিষ্টরা জানান, এদিন রাতে ছাত্রশিবিরের সদস্যরা কয়েকটি দলে বিভক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের হল, ফ্যাকাল্টি এবং ক্যাম্পাসের নৈশপ্রহরীসহ বিভিন্ন পর্যায়ে কর্মরতদের মাঝে খোঁজখবর নিয়ে ১০০ কম্বল উপহার হিসেবে বিতরণ করেন। এছাড়া ক্রমান্বয়ে আরও শীতবস্ত্র উপহার বিতরণ করবেন তারা। দরিদ্র কোনো শিক্ষার্থী যোগাযোগ করলে গোপনে তাদেরকেও শীতবস্ত্র হিসেবে হুডি প্রদান করা হবে।

আরও পড়ুনঃ   রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ইফতার মাহফিল

এ বিষয়ে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মোহাইমিন বলেন, আমরা মনে করি, মানবতার সেবা ও সামাজিক দায়বদ্ধতা আমাদের নৈতিক কর্তব্য। এই উদ্যোগের মাধ্যমে শীতার্ত মানুষদের মুখে সামান্য হাসি ফোটাতে পেরে আমরা গভীরভাবে অনুপ্রাণিত।

আরও পড়ুনঃ   জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ৪০ লাখ টাকা অনুদানের অর্থ বিতরণ করলেন মেয়র লিটন

এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। আমরা সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি যেন, মানবতার সেবায় আরও বেশি অবদান রাখতে পারি।

তিনি আরও বলেন, আমরা এই ধরনের মহতী উদ্যোগে অন্যান্য সংগঠন এবং সমাজের বিভিন্ন পেশার মানুষকে যুক্ত হওয়ার আহ্বান জানাই। আসুন, শীতার্ত মানুষের দুঃখ-কষ্ট লাঘবে একসঙ্গে কাজ করি এবং মানবতার মর্মবাণী সবার মাঝে ছড়িয়ে দিই।