প্রথম ম্যাচ নিয়ে যে আক্ষেপ কোচ সালাউদ্দিনের

অনলাইন ডেস্ক : তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভালোই ব্যাটিং করেছিল বাংলাদেশ। রান পেয়েছিলেন দলের একধিক ব্যাটারও। তিন ফিফটিতে সেন্ট কিটসে প্রায় ৩০০ ছুঁইছুঁই একটা স্কোর দাঁড় করায় টাইগাররা। তবে বোলারদের ব্যর্থতায় হাই স্কোরিং ম্যাচেও হারের মুখ দেখেছে বাংলাদেশ। পরে হারের পর এই ম্যাচে করা ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা জানিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।

সেন্ট কিটসে সেদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন মিরাজ। ব্যাটিং নিয়ে দেশের ক্রিকেট ভক্তদের মাঝে সন্তুষ্টি থাকলেও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বললেন ভিন্ন কথা। দেশের ক্রিকেটের অভিজ্ঞ এই কোচ জানালেন অন্তত ২০ রান কম করার কথা।

আরও পড়ুনঃ   বাংলাদেশের নতুন প্রধান কোচ নিয়োগ, প্রধান চ্যালেঞ্জ ‘বিশ্বকাপ’

দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সালাউদ্দিন। সেখানেই বললেন এমন কথা, ‘গতকাল যেভাবে ব্যাটিং করেছে ছেলেরা আমি বলব যে প্লান অনুযায়ী ছিল। সেই প্লান অনুযায়ী আমরা এগোতে চেয়েছিলাম। হয়তো ২০ রান কম ছিল এই উইকেটের জন্য। যেটা শেষের একটা দুইটা ওভারে এক দুই রান হয়ে গিয়েছিল। ওই দুইটা ওভার যদি আমরা ব্যবহার করতে পারতাম তাহলে ২০ রান করতে পারতাম।’

আরও পড়ুনঃ   পাকিস্তানের সঙ্গে ‘শতভাগ’ সম্পর্ক ছিন্ন করার দাবি সৌরভ গাঙ্গুলির

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বর্তমানে অবস্থান করছেআন ওয়েস্ট ইন্ডিজে। গতকাল অনুশীলনের সময় কোচদের সঙ্গে দেখা গেছে তাকে। এরপরেই বিভিন্ন প্রশ্ন উঠেছে বোর্ড সভাপতির উপস্থিতি নিয়ে। কিন্তু সেসব নিয়ে কথা বলেননি সালাউদ্দিন, ‘যে আলোচনা চলছিল এটা নিয়ে তো আপনাদের বলতে পারব না। উনি আমাদের উৎসাহ দিয়েছেন। আমরা ভালো খেলেছি চিন্তার কিছু নেই, ভালো খেলছে ছেলেরা এতোটুকুই। এর বেশি আসলে কথা হয়নি।’